ব্রেকাপ এর কয়েক বছর পরঃ



ব্রেকাপ এর কয়েক বছর পরঃ

- কেমন আছো?
- আলহামদুলিল্লাহ্‌ ভালো। কিন্তু আপনি কে?
- ওয়াও ভুলেও গেলে?
- ভুলে গেছি?  হ্যাঁ আমি তো ভুলেই গেছি সব। শুধু তুমিই কিছু ভুলতে পারোনি তাই না?
- হ্যাঁ ভুলিনিই তো। যদি ভুলেই যেতাম তাহলে কি আর আজ মেসেজ দিতাম।
- হুমম ভালো তো। তো হঠাৎ কি ভেবে মনে পড়লো আমায়?
- তেমন কোনো কারণ নেই। অনেকদিন কথা হয় না তাই একটু খোঁজ-খবর নিলাম।
- ওহহহ।
- তো তোমার দিন-কাল কেমন যাচ্ছে? নতুন রিলেশন কিভাবে যাচ্ছে?

" ছেলেটি কয়েক মিনিট নিরব হয়ে ভাবতে থাকে তার এরকম একটা মেসেজ দেখে। যে একটা সময় স্বপ্ন দেখাতো, যে একটা সময় শুধু তাকে নিয়েই ভাবতে বলতো, যার সাথে কথা না বললে রাতে ঘুমই আসতো না যে মানুষটার। আজ সেই'ই কিনা এরকম একটা কথা কিভাবে ভাবতে পারলো?  হয়তো সেই নতুন কোনো রিলেশনে আছে তাই হয়তো ভাবছে ছেলেটিও আছে।"

- হ্যাঁ অনেক ভালো কাটছে আমাদের দিন-কাল। অনেক আনন্দে কাটছে আমাদের জীবন।

" এই কথাটার মাঝে লুকিয়ে রয়েছে হাজারো মিথ্যে কথা। সত্য কথাটা বলে দিতে পারতো কিন্তু বলেনি। কারণ মায়া বাড়িয়ে আর কি হবে? "
আর কথা হয়নি সেইদিন কিন্তু ছেলেটি চাইলে কিন্তু নতুন রিলেশনে যেতে পারতো। কিন্তু যায়নি কারণ ছেলেটি তার দেয়া কথা রেখেছে। "ছেলেটি বলেছিলো আমার জীবনে তুমি শেষ নারী। প্রথম নারী হচ্ছে আমার মা। তারপরে হচ্ছো তুমি। আমি আমার মা'কে যতোটা ভালোবাসি ঠিক তেমনি তোমায়ও বাসি। "
মেয়েটিও বলেছিলো ভালোবাসি। কিন্তু তার বলা ভালোবাসির মধ্যে ছিলো অনেকটা মিথ্যে অভিনয়ও বলা যায়।
"যখন কেউ কাউকে নিয়ে স্বপ্ন দেখে বা আঁকে। তখন প্রতিনিয়ত অভ্যাসেই পরিণত হয়ে যায়। কিন্তু যখন সে স্বপ্নটা ভেঙে অন্য কোথাও নতুন করে স্বপ্ন বাঁধে। তখন সেই মানুষটির কথা কি একটুও মনে পড়ে না? যদি ভুলেই যাবে তাহলে কেনো এত স্বপ্ন একে ছিলো মনে?
" এটাকে কি ভালোবাসা বলে? নাকি অন্যকিছু বলে? কিন্তু যে স্বপ্ন একেই ফেলে মনের মধ্যে তখন সে স্বপ্নটা মুছে ফেলতেও অনেক সময় লাগে। সেই ছেলেটি স্বপ্নটা মুছে ফেলার চেষ্টা করছে। চেষ্টা করছে আট বছর ধরে। কিন্তু এখনো পারছে না। কিন্তু তার বিশ্বাস সে একদিন ঠিকই মুছে ফেলবে কারো দেখানো মিথ্যে স্বপ্ন।
ভালো থাকুক সে মানুষটি। ভালো থাকুক সুন্দর সুন্দর মুহূর্ত গুলো কে নিয়ে।

(((হৃদয় নাদিম)))

Comments