২০১৯ সালের আরফিন রুমির নতুন গান 'মধুর মা'


আরফিন রুমির নতুন গান । দীর্ঘ সময় পাড় করে অবশেষে নতুন গান নিয়ে ফিরলেন ২০১৯ সালের। আরফিন রুমির গানের জন্য তার ফ্যানরা অনেক অপেক্ষায় ছিলেন। সব বাধা পেড়িয়ে তার ফ্যানদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন আরফিন রুমি। গত ৩১ তারিখ আরফিন রুমি তার ইউটিউব চ্যানেলে নতুন গানটি আপলোড করেন। গানটি ২০১৮ সালে আনরিলিজ ট্রেক হিসেবে শোনা যায়। তবে নতুন করে গানটি আপলোড করেন। গানটির মিউজিক খুবই ভিন্ন। তবে নতুনত্ব বজায় রেখেই গানটি তৈরী। গানটির নাম 'মধুর মা'।

গানটি লিখেছেন আরফিন রুমির মা । এবং সুর ও সংজ্ঞীত আয়োজন করেছেন বরাবরের মতই আরফিন রুমি নিজেই। মা নিয়ে এটা তার দিত্বীয় গান। এর আগেও মা কে গান গেয়েছেন আরফিন রুমি। সেই গানটিও খুব শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো। আরফিন রুমির বিশ্বাস এই গানটিও শ্রোতারা ভালো ভাবে গ্রহণ করবে।

ব্লগার : হৃদয় নাদিম

https://youtu.be/V9VaAfgsbwY

Comments

Post a Comment