আরফিন রুমি বার্থডে উইশ ভিডিও -২০১৯



আরফিন রুমির জন্মদিন উপলক্ষে "আরফিন রুমি অফিসিয়াল ফ্যান গ্রুপ" এর পক্ষ থেকে এইবারও কিছু উপহার রয়েছে। প্রায় ২-৩ বছর ধরেই এরকমটা হচ্ছে। তবে এইবারের ভিডিওটা একটু আলাধা। অনেক অনেক চমক রয়েছে এইবারের বার্থডে উইশ ভিডিওতে।



এইবার একটু বিস্তারিত ভাবে জেনে নেয়া যাক ভিডিওতে কে বা কারা উইশ করেছে যার কারণে এত স্পেশাল এই বারের ভিডিওটা। বরাবরের মতই এইবারেও আরফিন রুমির পাগলা ফ্যানরা আছে । তার মাঝে সেলিব্রেটিদের উইশ ও আছে। তাদের মধ্যে :
১: ইমরান মাহমূদুল।
২: পুজা।
৩: বাপ্পা মজুমদার।
৪: এফ এ সুমন।
৫: অয়ন ।
এরা ছাড়াও আরো অনেকেই আছেন সেলিব্রেটি বার্থডে উইশ ভিডিওতে।
.
আর এই ভিডিও গুলো কালেক্ট করতে "আরফিন রুমি অফিসিয়াল ফ্যান গ্রুপ" এর সকল এডমিনদেরই অনেক কষ্ট করতে হয়েছে। আগষ্ট মাসের ২৮ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত এডমিনরা ভিডিও কালেক্ট করেছেন। এখন সেটা দেখার পালা।

সবশেষে আজই রিলিজ হচ্ছে সেই ভিডিওটি। ঠিক রাত ১২ টার পর পরই ভিডিওটি ' Team Arfin Rumey ' ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

এই ভিডিওতে আরফিন রুমির পাগলা ফ্যানদের দেখা যাবে। বাংলাদেশের বিভিন্ন জেলাতেই আরফিন তুমির ফ্যান রয়েছে। শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাহিরের দেশেও অনেক অনেক ভক্তগণ রয়েছে। তা এই ভিডিওতে দেখা যাবে। 

আর একটি নিউজ ও আছে সেটা একটু বেশিই সারপ্রাইজ। আরফিন রুমির একেবারেই নতুন একটি গান রিলিজ হতে যাচ্ছে আগামীকাল। সেটা একেবারেই নতুন গান। গানের নাম 'নীল জোছনায়' আরফিন রুমির এই গানটিতে তার সঙ্গে কন্ঠ দিয়েছেন আইশী । গানটির অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে। 


এবং আরো একটি খুশির খবর আছে। যেটা শুনলে আরফিন রুমির ফ্যানরা খুবই খুশি হবেন। আরফিন রুমির সাথে যারা দেখা করতে চান তাদের জন্য এই নিউজটা। আরফিন রুমি তার নিজ বাসা মোহাম্মদপুর থাকবেন তার জন্মদিনে। যারা যারা আরফিন রুমির সংঙ্গে দেখা এবং তার জন্মদিন পালন করতে চান তারা চলে আসেন। এ ছাড়াও বিস্তারিত জানতে আরফিন রুমি অফিসয়াল ফ্যান গ্রুপের এডমিনদের সাথে যোগাযোগ করুন। 

নিচে "Team Arfin Rumey " চ্যানেলের লিংক দেয়া হলো।



ভিডিওটি দেখতে ক্লিক করুন ।


Comments

Post a Comment