শুভ জন্মদিন,, আরফিন রুমি,,

..
সময়টা তখন ২০১১ কিংবা ১২ সালের শেষের দিকে। ইন্টারনেট সম্পর্কে ততটাও ধারণা ছিলো না যতটা এখন আছে। নিজস্ব ফোন ছিলোনা ছোট ছিলাম বলে। কিন্তু ছোট বেলা থেকেই গান শুনতাম। ভাল লাগতো গান শুনতে। গুনগুন করে নিজে নিজে গাইতামও।
.
একদিন টিভিতে প্রিয়তমা গানটি শুনতে পেলাম। গানটি শুনে সাথে সাথে ফিদা হয়ে যাই। গানটির শিল্পী কে জানার ইচ্ছে জেগে যায়। তারপর জানতে পারলাম গানটির শিল্পী আমাদের বস #আরফিন_রুমি। তখন থেকেই আস্তে আস্তে বসের সব গান শুরু করলাম। তখনই পাগল ফ্যান হয়ে যাই বসের।
.
প্রতিদিনই মেমোরি লোড করতাম। শুধু বসের নতুন গান বের হয় কিনা তা জানার জন্য। ইন্টারনেট সম্পর্কে তেমন ধারণা না থাকাতেই লোডের দোকানে যেতে হতো। এরপর থেকেই শুরু হয় তার গান শোনা। অন্যের কাছে তার গান পৌঁছে দেয়া। আবার অন্যের কাছ থেকে তার গান কালেক্ট করাম
.
প্রিয়তমা, বলোনা কোথায় তুমি, চিঠি, পলকে পলকে গান গুলো প্রতিদিনই শুনতাম তখন। এত সুন্দর বাংলা গানও যে হয় তা তখনই জানতে পারি। আর এরকম সুন্দর গানে এত মধুর সুর আমার মন কেড়ে নেয়।
.
ঘুম থেকে উঠেই বসের গান শুনতাম। তোমারই পরশ, তুমি আমার, সহেনা জাতনা, ভালবাসার পরশ, না বলা ভালবাসা, প্রেমের পথে, এক পলক, জানিনা, আরো অনেক গান আছে যেগুলো প্রতিদিনই শুনতে হতো। না শুনলে ভালই লাগতো না।
.
এক কথায় দিন শুরু হতো বসের গান দিয়ে এবং রাত শেষ হতো তার গান শুনেই। এরপর থেকেই তার সম্পর্কে সবকিছু জানার ইচ্ছে জাগে। বন্ধুদের কাছ থেকে তার সম্পর্কে সব কিছু জানি। তিনি শুধু শিল্পী নয়, তিনি একজন মিউজিক ডিরেক্টর এবং গানও লিখতো। তার মানে অলরাউন্ডার তিনি।
.
তার সুরে অনেক শিল্পীরাই গান গেয়েছেন এবং অনেকেই পরিচিত হয়েছেন সবার মাঝে। তাদের মধ্যে কাজী শুভ, পরশী, পুজা, শহীদ, ইমরান ইত্যাদি আরো অনেকেই। পরশীর সাথে গাওয়া #তোমারই_পরশ গানটি যে এত হিট হয়েছে তা বলার বাহিরে। পুজার সাথে গাওয়া #তুমি_আমার, কাজী শুভোর গাওয়া #সোনা_বউ, শহীদ এবং শুভমিতার গাওয়া #এক_জীবন, ইমরানের গাওয়া #মন_তুমি_ভাসালে। এই গান গুলো সৃষ্টি করেছিলেন #আরফিন_রুমি।
.
তার অসাধারণ গায়কী, সুরে, মিউজিকে বাংলা গানের পরিবর্তন হয় তখনই। ২০১১ সালে #পলকে_পলকে গানটির জন্য #আরফিন_রুমি সেরা শিল্পী হিসেবে এওয়ার্ড পায়। এর আগে ব্যান্ডে গান করতেন তিনি। ব্যান্ডের নাম ছিলো #দূরবীন। জিংগেল গান করতেন + প্লে ব্যাক করতেন অনেক আগে থেকেই। ২০০৮ সালে তার প্রথম স্লো এলবাম #আরফিন_রুমি তার নিজের নামে রাখেন। গান গুলোর জনপ্রিয়তা তখন পায়নি। ২০০৯ সালে তার মিক্সড এলবাম #এসোনা এলবামটি রিলিজ করেন। ঐ এলবামে ন্যান্সী, কাজী শুভ, পরশী, শহীদ আরো অনেকেই। সেই এলবাম থেকেই পরশীর সাথে গাওয়া পলকে_পলকে গানটির জন্য এওয়ার্ড পায় তিনি।
.
২০১০ সালে #না_বলা_ভালবাসা মিক্সড এলবাম রিলিজ করেন। সেখানেও সকল গান শ্রোতাপ্রিয়তা পায়। ২০১১ সালে আবার তার একক এলবাম রিলিজ করেন। এলবামটির নাম #ভালবাসি_তোমায়। এই এলবামের গান গুলো যে কতোটা শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো তা বলার বাহিরে। এরপর থেকে তাকে আর থেমে থাকতে দেখা যায়নি। রাজত্য শুরু করেন তিনি।
.
প্রতি বছর নতুন এলবাম + নতুন নতুন গান তার ফ্যানদের উপহার দিয়ে যাচ্ছিলেন। তার হিট গান গুলোর তালিকা দেয়া সম্ভব নয়। বেশির ভাগ গানই হিট হয়েছে।
মন ছুঁয়ে দেখো, ওরে প্রিয়া, আদর, কিছু কথা আকাশে পাঠাও। মিক্সড এলবামের সাথে সাথে তার একক এলবাম গুলো রিলিজ করেছেন। আরফিন রুমি, ভালবাসি তোমায়, পরজনম, তোমারই নামে ইত্যাদি আরো অনেক অনেক গান এবং এলবাম আছে। যে গুলোর মধ্যে বেশির ভাগ গানই সুপারহিট হয়।
.
২০০৮ থেকে ২০১৭ এখন পর্যন্ত তার গাওয়া গান আসছে যা সবার মনের মধ্যে গেথে যায়। কিছুটা ব্যক্তিগত সমস্যার কারণে তার কেরিয়ারে কিছুটা মরিচা ধরে যায়। কিন্তু কথায় আছে যে গাছের ফল যত মিষ্টি সে গাছের কাটাও অনেক বেশি। ঠিক তেমনিভাবেই তার কেরিয়ারেও ঝড়ে যায় অনেক কিছু।
.
সেপ্টেম্বর ২৩, ১৯৮৭ খ্রিষ্টাব্দে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলায় তার মায়ের কাছ থেকে গান শিখেছেন। হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির ছিল প্রেরণার উৎস। গানের ব্যাপারে তাদের কাছ থেকে অনেক সহযোগিতাও পেয়েছিলেন।
.
তারপরেও সব বাঁধা পেরিয়ে তিনি এগিয়ে এসেছেন। আর আমাদের এত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাচ্ছেন। আর আজ ২৩ সেপ্টেম্বর আমাদের সবার প্রিয় আরফিন রুমির শুভ জন্মদিন। অনেক ভালোবাসা এবং জন্মদিনের শুভেচ্ছা রইলো। বসের জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমাদের #আরফিন_রুমি_অফিসিয়াল_ফ্যানস_গ্রুপ এর পক্ষ থেকে বার্থডে ব্যাশ তৈরি করা হয়েছে। ভিডিও তে ২০১৭ সালের সকল রিলিজ হইয়া গান এবং বসের সাথে তোলা সকল ফ্যান, শিল্পী, পরিচালকের ছবি থাকবে। ভিডিওটি ঠিক রাত ১২:১৫ মিনিটে ইউটিউব চ্যানেল এ আপলোড করা হবে। শুভ জন্মদিন।
.
.
.
Ridoy Nadim (((AR PagLaaa)))
Beautiful <3
ReplyDeleteThanks #Team_Arfin_Rumey
ReplyDelete