
আচ্ছা তুই কি আমার বেঁচে থাকার আর একটি জীবন! যদি তা নাই হয় তাহলে, তোর ছায়াটা দেখেই কেনো নতুন করে বাঁচতে ইচ্ছে করে।
আচ্ছা তুই কি আমার অন্ধকারের আলো! যদি তা নাই হয় তাহলে,তোর মুখের দিকে তাকিয়ে কেনো চাঁদের আলো খুঁজে পাই।
আচ্ছা তুই কি আমার দূর আকাশের তারা! যদি তা নাই হয় তাহলে,তোর চোখের দিকে তাকিয়ে কেনো আকাশের তারা গুলো দেখতে পাই।
আচ্ছা তুই কি আমার বিছানার চাঁদর! যদি তা নাই হয় তাহলে, তোর শরীরের ঘ্রাণ কেনো আমাকে এভাবে প্রতিনিয়ত মুগ্ধ করে।
আচ্ছা তুই কি আমার স্বপ্নে দেখা রাজকন্যা! যদি তা নাই হয় তাহলে, প্রতিদিন কেনোই বা তুই আমার স্বপ্নে আসিস।
আচ্ছা তুই কি আমার মন ভাল রাখার ঔষুধ! যদি তা নাই হয় তাহলে, তোকে দেখলেই কেনো আমার মন ভাল হয়ে যায়।
আচ্ছা তুই কি আমার ঘুমানোর ঔষুধ! যদি তা নাই হয় তাহলে, কেনো প্রতি রাত তোর কথা ভেবেই ঘুমাতে হয়।
যদি এর নামই হয় ভালোলাগা, যদি এর নামই হয় ভালোবাসা, তাহলে আমি তোকে ভালোবাসি। ভালোবাসি তোর আধো ভংগীময় সেই কথা গুলো, ভালোবাসি তোর মায়াবী চোখে তাকানো। হ্যাঁ আসলেই তোকে খুব ভালোবাসি। তাই তো তোকে এত আপন ভেবে নিয়েছি। তাই তো তোকে নিজের করে রেখেছি। শুধু ভালোবাসি তোকে।
Ridoy Nadim (((AR PagLaaa)))
Comments
Post a Comment