তুমি নেই শুধু স্মৃতি গুলো নিয়েই বেঁচে আছি



আকাশের চাঁদটির দিকে যখন তাকাই
কেনো জানি সেই মুহূর্তটাতে
তোমার কথা আরো অনেক বেশি মনে পড়ে।
কেনো জানো? কারণ তুমি একদিন বলে ছিলে
যে, যখন আমি আর থাকবো না তখন
মনে করবে  ঐ চাঁদের মাঝে লুকিয়ে লুকিয়ে তোমায় দেখছি।
বলেছিলে, চাঁদের আলোর মতো তোমার পাশে ঘিরে আছি,
আর যখন দেখবে চাঁদের আলোটা কমে যাচ্ছে তখন আমি ঘুমিয়ে যাবো।
এই ভেবে আজও প্রতিটা রাত আকাশের দিকে থাকি চাঁদটি দেখার জন্য। সত্যিই চাঁদের মাঝেই তোমার ছবি ভেসে উঠে। কিন্তু এখনো এই চাঁদের মধ্যে তোমায় খুঁজি কিন্তু দেখো সময় কি নিষ্ঠুর আমার কাছ থেকে তোমায় কেড়ে নিয়েছে। শুধু বেঁচে আছি তোমার আর আমার স্মৃতি গুলো নিয়েই। হয়তো আমিও একদিন তোমার কাছে আসতে পারবো। অনেকটা কাছে চলে যাবো তোমার। হ্যাঁ নিজের যত্ন নিও।
ইতি তোমার,
রেখে যাওয়া সেই স্বার্থপর মানুষটি।

Comments