বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় অ্যাপ টিকটক (Musically)



ভারতে তৈরী করে এই অ্যাপটি। সেইখান থেকেই বাংলাদেশ ছড়িয়ে পরে। প্রথমে এই অ্যাপটি মিউজিক্যালি (Musically.ly) নামে পরিচিত ছিলো। তার কিছুদিন পরেই নাম পরিবর্তন করে টিকটক (TikTok) দেয়। এর মধ্যে অ্যাপটি বিভিন্ন দেশে ভাইরাল হয়ে যায়। আর এর মধ্যেই ছড়িয়ে পড়ে কিছু অসামাজিক ভিডিও। যেগুলো আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ধর্ম নিয়েও মাতা-মাতি হচ্ছে এই অ্যাপটিতে। এক ধর্মের লোক অন্য ধর্মকে অপমান করে। আরো অনেক সমস্যায় পড়তে হচ্ছে এই অ্যাপটির মাধ্যমে।


এমনকি এই অ্যাপটি ব্যবহার করে সম্প্রতি বিভিন্ন সিনেমার জনপ্রিয় গানের একাংশ, বিতর্কিত উক্তি, ওয়াজের অংশ বিশেষ নিয়ে হাস্যকর ভিডিও তৈরি করা হয়। সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা বলছেন, এমন ভিডিও তৈরির ফলে আমাদের নতুন প্রজন্ম বেশ হুমকির মুখে পড়েছে। ফানি ভিডিও তৈরির এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলছে।




এদিকে সোশ্যাল মিডিয়ায় এসব অশ্লীল কন্টেন্ট ও ব্যঙ্গাত্মক ভিডিও দ্রুত ছড়িয়ে পরছে। ফলে মানুষের মধ্যে এক ধরনের অসুস্থ মানসিকতা তৈরি হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি ভারতেও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞার দাবি উঠেছে।


টিকটক বন্ধের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, 'শুধু টিকটক নয় দেশীয় সংস্কৃতির জন্য হুমকি এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিতে চাই। আমরা চাই ইন্টারনেট হবে নিরাপদ। এ দেশের মানুষ, সমাজ, সাহিত্য, সংস্কৃতি সঙ্গে যায় না এমন কোনো কিছুই রাখতে চাই না।'

ব্লগঃ হৃদয় নাদিম

Comments