আরফিন রুমির টি-টুয়েন্টি গানে গানে



টানা ২০ দিনে ২০টি নতুন গান প্রকাশ করে শ্রোতাদের চমকে দিয়েছেন আরফিন রুমি। প্রতিটি গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি নিজেই। গান গুলোর সাড়াও পাচ্ছেন অনেক ভালো।

গত ৫ মার্চ থেকে শেষ ২৪ মার্চ পর্যন্ত প্রকাশিত গানগুলো হলো- 'তবু তোমাকে চাই', 'কে যে সে', 'ঋণী', 'টুকরা টুকরা টুকরা', 'এলোমেলো', 'জানো কি', 'এই যে শোনো', 'তুমি কার আমি কার', 'কথা দাও','ও দয়াল নবী', 'বন্ধুয়ারে ডাকি আমি', 'প্রেম বোঝেনা', 'আমায় নিও সাথে', 'নিঝুম রাত', 'বাঙ্গরা বিট', 'সোনার বাংলাদেশ', 'হৃদয় জানে', 'বিভর হয়ে', 'আমাদের পরিচয়', এবং 'তোর কানেরই দুল'।

'২০ টি গানে আরফিন রুমি তার ভালবাসার কথা গুলো তুলে ধরেছেন। ২০ দিনে ২০ টি গান এবং নিজের লেখা, সুর এবং সংগীতায়োজন এটি একটি রেকর্ড। এখনো এরকম ভাবে কোনো সংগীত শিল্পীকে গান করতে দেখা যায়নি।


আরফিন রুমি বলেন, “সম্প্রতি, অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম। সেখানে গিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছি। দেশে ফিরেই কাজ শুরু করি। গান লেখা-সুর-সংগীতায়োজন করে প্রতিদিন একটি গান প্রকাশ করা সহজ কাজ নয়। বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এই চ্যালেঞ্জ নিজের সঙ্গে নিজের।”

এভাবে ঠিক কতোদিন চলবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তিনি , উল্লেখ করে তিনি আরও বলেন, গানে আবার পুরোদমে ফিরে আসতে চায়। আর ভক্তদের ভালবাসাই তাকে এতটা সাহস জাগিয়েছে।

এখন ভিডিওর যুগ তবুও তিনি এখনও অডিওতেই ভরসা খুঁজছেন। তিনি বিশ্বাস করেন ভালো গান হলে শ্রোতারা সেটি অবশ্যই শুনবেই,” যোগ করেন।  এছাড়াও তার জনপ্রিয় গানের ১০ টি তালিকা হচ্ছেঃ 'তোমারই পরশ','তুমি আমার','প্রিয়তমা','চিঠি','বলোনা কোথায় তুমি','খুঁজে খুঁজে','ভালবাসার পরশ','পলকে পলকে','না বলা ভালবাসা','তুমি ছাড়া' । এ ছাড়াও প্রায়ই সকল গানই শ্রোতারা পছন্দ করেছেন।

২০ টি গানের মধ্যে রয়েছে, 'ভালবাসার গান', 'পার্টি গান', 'দেশের গান', 'ইসলামিক গান',। বিভিন্ন ধাচের সুরে করা এই গান গুলো। সামনে 'পহেলা বৈশাখে' বৈশাখীর গান বানাবেন বলে জানা গিয়েছ । এই গানটি বিটিভি চ্যানেলে আনজাম মাসুদের উপস্থাপনায় "পরিবর্তন" অনুষ্ঠানে প্রকাশিত হবে।


Comments

  1. Boss Is Back ��
    amra chai evabei always gaan niye busy thakuk. protidin ekta kore gaan release hocche. a je ki anonder bepar ta sudhu tar vokto rai bujhe. AR is the best singer
    love you boss AR ��

    ReplyDelete

Post a Comment