আচ্ছা……
ভাবো যদি কোনো-দিন আমার কথা তোমার মনে পরে গেলো তখন কি আমার জন্য একটুও মন খারাপ হবে না তোমার? কিছুক্ষণের জন্য হলেও কি নিরাশ হবে না?
আচ্ছা…….
ভাবো যদি একদিন আমি তোমার ঘুমের মধ্যে স্বপ্নে চলে আসি এবং সে স্বপ্নটা কিছুক্ষণের মধ্যেই ভেঙ্গে গেলো। তুমি কি তখন মনে মনে ভাবতে না আমায়?
আচ্ছা…….
কখনো কি আমার ভাবনাতে অজান্তেই অশ্রু ঝড়েছিলো? না-কি কখনো ভেবে উঠেনি।
আচ্ছা…….
যদি কখনো শুনো আমি আর নেই। তুমি কি আমার জন্য একটুও কাঁদবে না? মনে কি পড়বে না আমার পাগলামি গুলো?
মনে কি পড়বে না আমার সাথে কাটানো সে মুহূর্ত গুলো?
সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে গেলেও আমি এখনো ভুলতেই পারিনি তোমাকে। এখনো তোমার কথা ভেবে নিরবে কাঁদি। কেনো জানি সব কিছুর মাঝেও তোমার ছায়া খুঁজে যাই। এটা পাগলামি নয় এটা আমার তোমার প্রতি দূর্ভলতা।

Comments
Post a Comment